নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: পরিকল্পিত ভাবে বিদেশী নাগরিক হত্যা করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ সরকার ও দেশকে অস্থিতিশীল করার পায়তারার অভিযোগে দেশব্যাপী পরিচালিত আইন শৃংখলা বাহিনীর সাড়াশি অভিযান হবিগঞ্জ জেলায়ও অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে গতকাল রবিবার মধ্য রাতে জেলার শায়েস্তাগঞ্জ, বাহুবল, নবীগঞ্জ ও লাখাইয়ে পৃথক অভিযানে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে ৭টি তাজা ককটেল, কয়েকটি জিহাদী বই ও বিপুল সংখ্যক বিষ্ফোরক তৈরীর সরঞ্জামাদিসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত কয়েকজন হলো, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আশরাফ আলী, বাহুবলের শিবির নেতা জহিরুল ইসলাম ফয়েজ, লাখাই উপজেলা শিবিরের সাবেক সভাপতি রুহুল আমিন ও শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও এলাকার দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের পেছনের একটি মেস থেকে শায়েস্তাগঞ্জ থানা জামায়াত সেক্রেটারি ইয়াছিন খান, শায়েস্তাগঞ্জ থানা শিবির সভাপতি হোসাইন আহমদ ও সেক্রেটারি নিজাম উদ্দিনকে আটক করা হয়।
অভিযানে পুলিশ শায়েস্তাগঞ্জের ওই মেস থেকে ৫টি ককটেল, ককটেল তৈরির উপকরণ, সরকার বিরোধী বিপুল পরিমাণ লিফলেট, জিহাদী বই উদ্ধার, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটর সাইকেল এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে রাত ৩টায় পুলিশ শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় জামায়াত-শিবিরের নিয়ন্ত্রণাধীন ‘কাশফুল’ হোটেল থেকে ১০ জনকে আটক করে।। অভিযানে নেতৃত্বদেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থানে জামাত শিবিরের নেতাকর্মীদের পাকড়াও করতে পুলিশের কয়েকটি টিমের অভিযান অব্যাহত রয়েছে।