বাহুবল প্রতিনিধি ঃ হবিগঞ্জ জেলার বাহুবলের রশিদপুর গ্যাসফিল্ডের কাছে শ্রীমঙ্গল রোড থেকে মাইক্রোবাসসহ ৬ মাতালকে পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আল মজিদ রবিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদে আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২০ দিন করে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন মাধবপুরের জগদীশপুর এলাকার গৌরাঙ্গশীলের পুত্র প্রদীপ শীল (৩৪), হবিগঞ্জ বড় বৌলা গ্রামের মুহিবুল হোসেনের পুত্র হাবিব মিয়া (২২), ভাদৈ গ্রামের ছাহেব আলীর পুত্র জামাল মিয়া (২৪), আলম শেখ গ্রামের নুরুল ইসলামের পুত্র রনু মিয়া ড্রাইভার (২৪), দানিয়ালপুর গ্রামের পরিতোষ কৈরীর পুত্র ভূষণ কৈরী (২৫), আলমপুর গ্রামের আছকির মিয়ার পুত্র আলম মিয়া (২৪)।
রবিবার ভোর রাতে কামাইছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বাছির আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মদ খেয়ে মাতলামি অবস্থায় গ্রেফতার করে নিয়ে আসেন।