সংবাদদাতা: গত শনিবার দুপুরে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের আবেদা খাতুন নামের এক গৃহবধু একই গ্রামের ধনু মিয়ার সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকাকালে স্বামীর হাতে ধরা পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জানা গেছে, উপজেলার বাঘাসুরা গ্রামের রিক্সা চালক তাহির মিয়ার (৩৬) সাথে একই গ্রামের মীর হুসেনের কন্যা আবেদা খাতুন (২৭) তাদের ২য় বিয়ে হয়। কিন্তু একই গ্রামের মৃত ভিংরাজ মিয়ার ছেলে ২ সন্তানের জনক ধনু মিয়া ২ সন্তানের জননী মহিলার সাথে আত্মীয়তার সুবাধে তাদের মাঝে পরকীয়া সম্পর্ক চলে আসছিল দির্ঘদিন থেকে। তাহির মিয়া তাদের দু’জনকে সন্দেহের মধ্যে রাখলেও কোনদিন ধরতে পারেনি।
গত শনিবার তাহির মিয়া রিক্সা নিয়ে বের হওয়ার খবর পেয়ে ধনু মিয়া ও আমেনা খাতুন বেলা দুইটার সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় তাহির মিয়া চলা কৌশলে এসে তাদের দুজনকেই হাতে নাতে ধরে ফেলে। পরে তাহির মিয়ার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে গ্রাম্য শালিসে শেষ করার আশ্বাস দিয়ে তাদের দু’জনকে ছেড়ে দেয়া হয়। ধনু মিয়ার ভয়ে তাহির মিয়ার পরিবার এখন নিরাপত্বাহীনতায় ভুগছে।
উল্লেখ্য ধনু মিয়া মদ-গাজার বিক্রির অভিযোগে গত বৃহস্প্রতিবার জেল থেকে জামিনে মুক্তি পায়।