মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদিশপুর ইউনিয়নের খড়কি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার সকালে মামা ও ভাগ্নের দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় ফুল মিয়া (৩৩), ইউনুছ মিয়া (২৫), শাফি আলম (২৫), লিটন মিয়া (২৬), ছালেহা খাতুন (৬০), ফেরদৌস মিয়া (৩৫), লুৎফুর রহমানকে (৩৫) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আশংকাজনক অবস্থায় অলি আহাম্মেদকে (৪০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়- ওই গ্রামের সালাউদ্দিন মিয়ার সঙ্গে তার ভাগ্নে লুৎফুর রহমানের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে মাধবপুর থানার এসআই মুমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
থানার এসআই মুমিনুল ইসলাম জানান- সংঘর্ষ থামাতে শর্ট গানের ৪৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।