সৌদিআরব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি জেদ্দা মহানগরের অন্তরভুক্ত কিলো ১৪ বি এন পির উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়।
সংগঠনের সাঃসম্পাদক ও সহ সভাপতি,শাহরিয়ার শাখাওয়াত ও ফরহাদ হোসেনের যৌথ সন্চালনায় সভাপতি সাইফুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হতিত ছিলেন সৌদিআরব কেন্দ্রীয় বি এন পি(প:) সাঃসম্পাদক শহিদুল ইসলাম নান্নু।
বিশেষ অতিথিরা হলেন কেন্দ্রীয় বি এন পির সিঃসহসভাপতি সিরাজুল ইসলাম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেদ্দা মহানগর বি এন পির সাঃসম্পাদক মনিরুজ্জামান তপন, জেদ্দা মহানগর বি এন পির সভাপতি সি আই পি ফোরামের সভাপতি কেফায়েত উল্লাহ কিসমত সি আই পি,যুব দল সভাপতি মোজাম্মেল হোসেন।
কেন্দ্রীয় কর্মজীবি দল সহ সভাপতি ও সৌদিআরব কেন্দ্রীয় যুবদল সহ সভাপতি ইসমাইল ইমন, জাসাস সভাপতি আমিনুল ইসলাম, সাইবার দল সভাপতি নরুল আবছার, ইউনুছ আলী,দীন মোহাম্মদ,বেলায়েত,বাহাউদ্দীন,জসিম উদ্দীন,বক্তব্য রাখেন,টিপু সুলতান,শেখ মোস্তাক,মোঃহারুন,ইকবাল মুন্সী,হাবিবুর রহমান,কামাল উদ্দীন,সোহাগ মজুমদার,মাহমুদুল হকসভায় বক্তারা দেশ নেত্রীর গাজীপুরের সমাবেশে ১৪৪ধারা জারী ও বাবু গয়েশ্বর চন্দ্র রায় সহ সকল নেতা কর্মীর গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবী জানান।