শনিবার (২৭ ডিসেম্বর) মালয়েশিয়া সরকার এসব তথ্য নিশ্চিত করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দশ দিনে বন্যা পরিস্থিতির ক্রমাবনতি হয়েছে। মালয়েশিয়ার রাজ্য কেলান্তান, তেরেংগানু পানাগ, জোহর, পেরাক, নেগারি সেম্বিলানের বিভিন্ন স্থানে বন্যা আঘাত হেনেছে। প্রায় ১ লাখ বত্রিশ হাজার মানুষ তাদের নিজ বাসস্থান ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
সারা দেশে জরুরি অবস্থা জারি রয়েছে। নিজ দেশের পাশাপাশি অন্যান্য দেশ থেকে ত্রাণ গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। প্রচুর মানুষ এখন নিজ বাসস্থান ছেড়ে রিলিফ সেন্টারগুলোতে আশ্রয় নিয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক শনিবার তেরেঙ্গানু রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন। স্থানীয়রা ছাড়াও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ১ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গত ২০ বছরেও এমন ভয়াবহ বন্যার সম্মুখীন হয়নি মালয়শীয়রা। আগামী কয়েকদিনে পানির উচ্চতা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।