নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের জালালপুরে ট্রাকের সাথে হানিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষে সেনা কর্মকর্তা, মা-ছেলেসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে ২০ জন। আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন সেনা বাহিনীর ল্যান্স কর্পোরাল আবু সাঈদ (৩০), সিলেট কানাইঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ পলাশের অন্তঃস্বত্তা স্ত্রী মুর্শেদা বেগম (৪০) তার ছেলে মেহেদী (৪), ঔষধ কোম্পানীর প্রতিনিধি আরিফ মিয়া (৩০)। এবং অন্য দুই জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর বাজারে ইট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-২৮৫৫) যান্ত্রিক ত্রুটির কারনে মহাসড়কের এক পাশে দাড় করিয়ে মেরামত করছিল। এসময় দাঁড় করানো ইট বোঝাই ট্রাকট্রিকে পিছন দিকে ধাক্কা দেয় বেপরোয়া গতিতে আসা হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ট- ১৪-৮৩১৯)। এতে বাসটি দুমড়ে-মুচড়ে প্রায় দ্বিখন্ডিত হয়ে যায়। ঘটনাস্থলেই শিশুসহ বাসের ৩ যাত্রী নিহত হয়। আহত হয় আরো ২০ জন।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেনা কর্মকর্তা আব সাঈদ, আওয়ামীলীগ নেতার স্ত্রী মোর্শেদ বেগম এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ছেলে মেহেদী মারাসহ ৩ জন মারা যায়।
এদিকে দুর্ঘটনায় খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকারে নেতৃত্বে একদল পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন।
রাত প্রায় একটার দিকে উদ্ধার কাজ সমাপ্ত হয়। এদিকে দুর্ঘটনায় পরপরই মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধহয়ে যায়।পরে পুলিশের সহযোগিতায় রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুন্নবী সরকার জানান, মর্মান্তিক এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পর আরো ৩ জন মারা যান। ঘটনার পর যান চলাচল বন্ধ থাকলেও রাত ১টার পর থেকে স্বাভাবিক রয়েছে।
অপর দিকে দুর্ঘটনার খবর পেয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আওয়মীলীগের নেতাকর্মীরা ছুটে আসেন। অনেকেই মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে কান্নায় ভেঙ্গে পড়েন।