মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে ফাতেমা বেগম (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।ফাতেমা কুমিল্লা জেলার মনোহরদী উপজেলার দেবপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
আহতদের মধ্যে কুমিল্লা জেলার মনোহরদী উপজেলার দইয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মাইক্রোবাস চালক আনোয়ার হোসেনকে (৩৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ফাতেমাসহ তার পরিবারের তিন সদস্য বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার মাধবকুণ্ড জলপ্রপাতে ভ্রমণে যান।শুক্রবার বিকেলে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফাতেমা বেগমের মৃত্যু হয়। খবর পয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।