চুনারুঘাট থেকে সংবাদদাতা : স্বামীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে কীটনাশক পান করে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন স্ত্রী শাহেনা বেগম। চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে বিষপান করেন সোহেল মিয়ার স্ত্রী শাহেনা (২৫)। গত শুক্রবার দুপুর ১টায় বালিয়ারী গ্রামে স্বামীর বাড়িতে সকলের অগোচরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির লোকজন শাহেনা কে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসেন। এ খবর লেখা পর্যন্ত গৃহবধূ শাহেনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অন্যদিকে হাসপাতালে ভর্তি করে স্বামী সোহেল মিয়া পলাতক রয়েছেন। ঘটনাটি নিয়ে স্বামী ও গৃহবধূর আত্মীয়-স্বজনদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।