বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : ২০১৫-১৬ অর্থ বছরের সিলেটের বিশ্বনাথ উপজেলায় উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় কার্প জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা চাউলধনী হাওরে এই পোনা মাছ আনুষ্ঠানিক ভাবে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক, এলাকার মুরব্বী হাজি জালাল উদ্দিন, নাছির উদ্দিন, মির্দাপাড়া আমতৈল সমিতির সদস্য নূর উদ্দিন, মৎস্য অফিস সহকারী আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় রুই, কাতলা, মৃগেল, কালি বাউস ইত্যাদি মাছের ৪৮৮ কেজি পোনা অবমুক্ত করা হয়।