প্রেস বিজ্ঞপ্তি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তারাপুর সীমান্ত এলাকা হতে মোঃ দিদার হোসেন (৩২) নামে একজন ভূয়া বিজিবি অফিসার পরিচয় প্রদানকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবি সদস্য। ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ দুপুর ১৩৩০ ঘটিকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সে ব্রাহ্মণবাড়িয় জেলার কসবা থানার গুরুহৃতপুর গ্রামের মৃত আবুল হাসেম আলীর ছেলে। ধৃত মোঃ দিদার হোসেন কসবা সীমান্ত পিলার ২০৩৯ মেইন পিলার এর পাশে অবস্থান করে সীমান্ত এলাকার সাধারন জনগনের নিকট বিজিবি অফিসার পরিচয় প্রদান করে বিভিন্ন হুমকি প্রদর্শনের মাধ্যমে নগদ টাকা আদায় করে।
সীমান্ত এলাকায় বসবাসকারী মোঃ মোশারফ হোসেনসহ অন্যান্য ব্যক্তিদের নিকট হতে নগদ টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগটি বিজিবি ইন্টিলিজেন্স প্লাটুনের সদস্য নিকট অভিমত ব্যক্ত করলে বিজিবির সদস্য তাৎক্ষনিক অভিযানে পরিচালনা করে মোঃ দিদার হোসেন (৩২)কে হাতেনাতে গ্রেফতার করে এবং বিজিবির উপস্থিতি টের পেয়ে মোঃ নিজাম উদ্দিন, পিতাঃ গেদু মেম্বার, গ্রামঃ আখাউড়া, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া পালিয়ে যায়। ভূয়া বিজিবি অফিসার পরিচয় প্রদানকারী মোঃ দিদার হোসেন এর বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছ। উক্ত ঘটনা সম্পর্কে ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও ১২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।