সৈয়দ শাহান শাহ্ পীর, সুতাং থেকে : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং জাগরণী সংসদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় স্থানীয় সুতাং বাজার প্রাঙ্গণে সুতাং জাগরণী সংসদের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউকের সভাপতিত্বে এবং মোঃ হেলাল উদ্দিন আফরোজের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুতাং জাগরণী সংসদের প্রধান উপদেষ্ট সৈয়দ গাজীউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আব্দুল কদ্দুছ তালুদার সেবন, মোঃ সারাজ মিয়া, মুখলিছুর রহমান মুখলিছ, ইসহাক আলী সেবন, গিয়াস উদ্দিন মুখলিছ, সৈয়দ এনামুল হক শাহান, হোসাইন মোঃ আদিল জজ মিয়া, আবু বকর মেম্বার, সৈয়দ শাহান শাহ পীর, মোঃ রিপন মিয়া, মোল্লা মোঃ শিবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আব্দুল্লাহ পারভেছ, সজল আহম্মেদ সিপন, মোশারফ হোসেন চৌধুরী রফু, মোল্লা মোঃ আরমান উদ্দিন আপেল, মোঃ সেবন খাঁ, মোঃ খোকন তালুকদার, মোল্লা মোঃ মহিউদ্দিন সোহাগ, প্রচার সম্পাদক শফিউদ্দিন তুষার, মোঃ মোবারক হোসেন, মোঃ ফয়সল খাঁ, ময়না মিয়া তালুকদার, মোঃ কামরুল আহম্মেদ, জনি তালুকদার, সৈয়দ আমিনুল মমিন, মোঃ সুজন আহমেদ, মোঃ শামীম আহমেদ, সৈয়দ বকুল, মোঃ আজিজুল ইসলাম সালাম প্রমূখ। এতে বৃহত্তর সুতাং অঞ্চলের গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।