আজিজুল হক নাসিরঃ ঝুকির মধ্যেই ৩ টি ক্লাসের শ্রেণি শিক্ষা কার্যক্রম চলছে চুনারুঘাট উপজেলার কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
১৯৯৯/২০০০সালে নির্মিত বিদ্যালয়ের মূল ভবনটির ১টি পিলারে ফাটল দেখা দেয় ২০১৪ সালে। বর্তমানে সব কটা পিলারেই ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে ওই বিদ্যালয়ের ঝুকিপূর্ণ ভবনেই আতঙ্কের মধ্যে কোমলমতি শিশু শিক্ষার্থীরা অন্য ভবন না থাকায় শিক্ষকরাও বাধ্য হয়ে ওই ফাটল ধরা ঝুকিপূর্ণ ভবনেই পরীক্ষা ও ক্লাস নিচ্ছেন। যা যে কোন সময় ভূমিকম্প এলে ধসে পড়তে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন মারফত আমাদের প্রতিনিধি কে জানান,ভবনটি চুনারুঘাট মাধব পুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান,উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ আরো অনেকেই সরে জমিনে পর্যবেক্ষণ করে গেছেন।
এর যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সাংসদ এডঃ মাহবুব আলীর সুপারিশ সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে।