চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে এক সিটিসেল কর্মকর্তার নোহা মাইক্রো আটক করে নগদ ২লাখ টাকাসহ ৫ভরি স্বর্ণালংকার ছিনতাই করেছে একদল রোড ডাকাত।
জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার আদমপুর গ্রামের মৃত সিরাজুল হক তালুকদারের ছেলে ও সিটিসেল মোবাইল ফোন কোম্পানীর ভৈরব শাখার ইঞ্জিনিয়ার বদিউল আলম দেওয়ান স্বস্ত্রীক কোম্পানীর নোহা মাইক্রো নং (ঢাকা মেট্রো-চ-১৩-৩৩৬৬) যোগে ভৈরব যাওয়ার পথিমধ্যে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সন্নিকটে পৌছামাত্র ৮/১০ একটি রোড ডাকাত দল গাড়ি আটক করে ইঞ্জিনিয়ার বদিউল আলম দেওয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২লাখ টাকা, ৫ভরি স্বর্ণালংকার, ৪২হাজার টাকা দামের একটি মোবাইল ফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।