মোঃ রহমত আলী, হবিগঞ্জ: হবিগঞ্জে আকির দুগ্ধ খামার পরিদর্শণ করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসক) ও যুগ্ন সচিব মোঃ শহীদুল ইসলাম।
জানাযায়, হবিগঞ্জ শহরের সুলতানমামদপুরে আকির দুগ্ধ খামার সফল দুগ্ধ খামার হিসেবে গড়ে উঠায় হবিগঞ্জ যুব উন্নয়ন আধিদপ্তর খামারটি পরিদর্শনের উদ্যোগ নেন।
মঙ্গলবার সকাল ১০ টায় ওই খামর পরিদর্শনে যান যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ও সকল কার্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরিদর্শণ করে পরিচালক মোঃ শহীদুল ইসলাম সাফল্যর্জিত খামারটির অভূত প্রশংসা করেণে।
এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ আবদুর রশিদ, জেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইকবাল নাসির, সিরাজুল ইসলাম, মোঃ আলা উদ্দিনসহ অনান্য কর্মকর্তাগণ।