মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে হাফিজা বেগম (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
আত্মহুতি দেওয়া গৃহবধু উপজেলার আন্দিউড়া গ্রামের আব্দুল কদ্দুছের স্ত্রী।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী এক সন্তানের জননী হাফিজা বেগম পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সকালে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা মনির হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার পর থেকে স্বামী কুদ্দুস মিয়া ও শাশুড়ি পলাতক রয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।