হবিগঞ্জ প্রতিনিধি ঃ
প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শহরের সদর মডেল থানার সামনে দুইদল যুবকের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সোমবার রাত ৯টায় এ ঘটনাঠি ঘটে। এতে ২ জন আহত হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে ১ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ করেছে।
এসময় লোকজন আতংকিত হয়ে দিগবিদিক ছোটাছুটি করতে থাকে। এতে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, শহরের সুলতান মাহমুদপুর এলাকার জিসান ও হরিপুর এলাকার কিরণের মধ্যে প্রেম সংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার উল্লেখিত সময়ে সদর থানার সামনে তাদের পক্ষ নিয়ে দুইদল যুবক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে শহরের অনন্তপুর এলাকার আমির হোসেনের পুত্র জাকির (১৫) ও মোহনপুর এলাকার আব্দুস সালামের পুত্র মেশকাত (২২) আহত হয়।
পরে পুলিশ সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে হরিপুর এলাকার নাছির নামে একজনকে আটক করে।