নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামে ভুমি ক্রয়কে কেন্দ্র করে গত ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের মৃত লাল মিয়ার স্বামী পরিত্যক্তা মেয়ে পরচান বিবি (৪০) তার পাশের বাড়ির চাচা ভুমি খরিদ করতে চাইলে একই গ্রামের শফিক মিয়া ও ছেলেরা বাদসাধেন। কিন্তু চাচা ভাতিজি পরচান বিবির নিকট বাড়ি বিক্রি করতে আগ্রহী থাকায় বাড়ির দামধর সাব্যস্থ হয়। এ খবর পেয়ে শফিক মিয়ার ছেলে রাসেল মিয়া, কাউছার মিয়াসহ ৪/৫ জনের একদল লোক নিরীহ পরচান বিবির বাড়ি গিয়ে উক্ত বাড়ি না রাখতে হুমকী দেয়।
এতে পরচান বিবি বাড়ি খরিদ করবে জানালে তারা তার উপর অর্তকিত ভাবে হামলা চালায়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে পরচান বিবি রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশংকা জনক বলে জানাগেছে।
এ ব্যাপারে আহত পরচান বিবি বলেন, টাকা দিয়ে তার চাচা ভুমি খরিদ করার অপরাধে প্রভাবশালী শফিক মিয়ার ছেলে রাসেল ও কাউছার লোকজন নিয়ে এসে তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
তিনি বলেন, ওই বাড়ি খরিদ করার প্রস্তুতি নেয়ার পর থেকেই তাদের অত্যাচার, নির্যাতনের মাত্রা বেড়ে যায়। তাদের অত্যাচারের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন দীর্ঘদিন ধরে।