মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পুরুস্তুমপুর গ্রামের বিশিষ্ট পল্লী চিকিৎসক হাজী আব্দুর রহিম আর নেই ( ইন্না লিল্লাহি – – – রাজিউন)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা’আ জানাযার নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, অসংখ্য আত্বীয় স্বজনসহ গুণগ্রাহী রেখেগেছেন। মরহুম হাজী আব্দুর রহিম করগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিএনজি শ্রমিক নেতা মিজানুর রহমানের পিতা। তার মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, সাকুয়া টুকের বাজার ষ্ট্যান্ডের শ্রমিক সংগঠনের নেতা মোঃ সেলেন রানা, আল-আমীন, ছানু মিয়া, কালা মিয়া, বুরহান উদ্দিন, আরশ আলী, তোরাব আলী, মনকির মিয়া ও মহিবুর রহমান এক বিবৃতিতে যুবদল ও শ্রমিক নেতা মিজানুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।