মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ থানার গোপলার বাজার ফাড়িঁ পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনোয়ারা বেগম(৪০) নামের ১ বছরের সশ্রম সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার পানিউন্দা ইউনিয়নের রুকনপুর গ্রামের ফুরুক মিয়ার মেয়ে মনোয়ারা বেগমের বিরুদ্ধে প্রায় ১ বছর পুর্বে হবিগঞ্জের বিজ্ঞ দায়রা জজ আদালতের বিচারক একটি মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে উক্ত মহিলা পলাতক ছিল। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টার দিকে গোপলার বাজার পুলিশ ফাড়িঁর ইনর্চাজ আরিফ উল্লা একদল পুলিশ নিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।