মোঃ রহমত আলী ॥ বছর ঘুরে আবারও এলো মুসলমানদের খুশির ঈদ, ঈদুল আযহা। পশু কুরবানীর মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহ পালন করেণ পবিত্র ঈদ। যথাযোগ্য মর্যাদায় ভাবগা¤ী^র্যের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় হবিগঞ্জেও ঈদুল আযহা নামাজ আদায় করেছেন ধর্ম প্রাণ মুসলমানগন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মায়ের শান্তি,সমৃদ্ধি ও মুক্তি কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করা হয়। ধনী গরীব সকলেই ঈদের আনন্দ সমান ভাবে উপভোগ করতে পেরেছেন। হবিগঞ্জে কেন্দ্রিয় ঈদগায়ে দু’টি ঈদ জামাত অনষ্টিত হয়েছে। প্রথম জামাত সকাল ৮টায় অনুষ্টিত হয়। জামাত শুরুর আগেই মুসল্লিয়ানদের আগমনে ঈদগা ময়দান কানায় কানায় ভরে উঠে।
এতে ইমামতি করেণ মাওলানা মোঃ গোলাম মোস্তফা নবীনগরী। দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্টিত হয় ইমামতি করেণ মাওলানা আব্দুল মুছাব্বীর আয়দার।
এছড়াও বিভিন্ন ঈদগা, মসজিদে ঈদের জামাত অনষ্টিত হয়। ঈদ নামাজ শেষে ধনী ব্যক্তিরা আল্লাহর সান্নিধ্য লাভের আসায় সাধ্যনুযায়ী সুন্দর ও নিখুঁত পশু কুরবানী করেণ। এ দিকে ঈদ উপলক্ষ্যে সারা শহর আলোক সজ্জাসহ নানা সাজে সজ্জিতকরা হয়।