মোঃ রহমত আলী ॥ বছর ঘোরে ফিরে এলো মুসলামানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা। সাধ্যনুযায়ী ধর্মপ্রাণ মুসলমানগন মহান আল্লাহতালার সন্তুষ্টি লাভের উদ্যেশে ধনী ব্যক্তিরা নিখুত মোটাতাজা পশু কোরবানী করবেন। কোরবানী করার পূর্বে সকল মসল্লিগন ঈদের আনন্দ ভাগাভাগি করেনিতে ধনী-গরীব সকলেই ঈদের নামজ পড়তে হাজির হবেন ঈদগা ময়দানে।
হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগা মাঠে বৃহৎ দু’টি ঈদের জামাত অনুষ্টিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় অনুষ্টিত হবে,এতে ইমামতি করবেন মাওলানা গোলাম মোস্তফা নবনিগরী। দ্বিতীয় জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন মাওলানা আব্দুল মুছাব্বীর হায়দার,বড় বহুলা ঈদগা মাঠে সকাল ৮টায় ইমামতি করবেন মাওলানা সরোয়ার ফেরদৌসী।
হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাতে ইমামতি করেবেন মাওলানা এম এ মজিদ, বগলা বাজার রেলওয়ে জামে মসজিদে ৮টায় নামাজ শুরুহবে ইমামতি করবেন মাওলানা আমিনুল হক, গরুর বাজার নূরানী জামে মসজিদে ৮টায় ঈদ জামাত অনুষ্টিত হবে, এতে ইমামতি করবেন মাওলানা আবুল বাসার।
সওদাগর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৮টায় ইমামতি করবেন মাওলানা সৈয়দ আজহার আহমে। হবিগঞ্জ টাউন মসজিদে সকাল ৮টায় ঈদজামাতে ইমামতি করবেন মাওলানা নাসির উদ্দিন আখনজী।
উমেদনগর শাহজালাল ঈদগা মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্টি হবে নামাজে ইমামতি করবেন মাওলানা আব্দুস ছুবান। উমেদনগর তাওয়াক্কুলিয়া জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্টিত হবে, ইমামতি করবেন মাওলান বায়জিদ।
উমেদনগর নতুন ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৮টায়, এড়ালিয়া ঈদগা মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্টত হবে,ইমামতি করবেন ক্বারী মাওলানা মুজিবুর রহমান।
সুলতানশী শাহী ঈদগায়ে এবার একটি ঈদের জামাত অনষ্টিত হবে সকাল ৯টায়, এতে ইমামতি করবেন সৈয়দ রুবেল মিয়া।
ফান্দাইল শাহী ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্টিত হবে নামাজে ইমামতি করবেন ক্বারী মাওলান আবুত্যৈয়ব মোজাহিদী।