নিজস্ব প্রতিনিধি ঃ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ ইয়াবা সহ দুই মাদক সেবীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হল, শহরের রাজনগর এলাকার শাহ মহিউদ্দিন এর পুত্র রুবেল ও একই এলাকার ফজলুর রহমানের পুত্র শিপন। পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২ হাজার টাকা উদ্ধার করা হয়।