বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি
ইলিশ মাছের বংশ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে আগামী ‘২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর’ পর্যন্ত ১৫ দিন ইলিস মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ অথবা বিক্রয় সম্পূর্ন ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষণে জারীকৃত এসআরও নং ১৭০-আইন/২০১৫ মোতাবেক এই গণবিজ্ঞপ্তি জারিকরা হয়। জনস্বার্থে সরকার ঘোষিত আইন মেনে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয় এই বিজ্ঞপ্তিতে। এছাড়া কেউ এই আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে জরিমানাসহ শাস্তির বিধান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক বলেন, ওই সময়ে মা ইলিশ মাছের ডিম পাড়ার সময়। ইলিশ মাছের বংশ ও উৎপাদন বৃদ্ধির জন্য সবাইকে ওই আইন মান্য করা উচিত।