চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বন মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
সোমবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ছিলামী গ্রামের পিতা মনফর উল্লার পুত্র শফিক মিয়া (২৮) ও শানখলা ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত ছইব উল্লার পুত্র আঃ জব্বার (৩৫)।
জানা যায়, সোমবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) খবীর উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শফিক মিয়ার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (এসআই) আলমাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে গ্রেফতার করে।
সোমবার দুপুরে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করলে আদালত তাদের কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করে।