বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে এফিডেভিট ঘোষনার মাধ্যমে তালাক মুসলিম পারিবারিক আইনে অগ্রহনযোগ্য। অন্যদিকে সরকার ১৮ বয়স পর্যন্ত শিশু ঘোষনা করে বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধগণ্যে কঠোরভাবে নিয়ন্ত্রনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার সকাল ১১ টায় বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে ইউনিকেয়ার এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ইউনিকেয়ার চেয়ারপার্সন কামরুল হাসান কাজল।
প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
এনজিও বি কেয়ার এর সভাপতি মনোয়ার হোসেন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, কাজী আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম, ইউ.পি সচিব মোঃ জিলু মিয়া, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী, টিসি বুলবুল ধর প্রমুখ।
প্রধান অতিথি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন মুসলিম পরিবারিক আইনে তালাক কার্যকরী ও ২য় বিয়ের অনুমতি প্রদান একমাত্র প্রতিটি ইউনিয়নে মুসলিম পারিবারিক আদালত ক্ষমতা প্রাপ্ত। এফিডেভিট করে বাই পোষ্টে পাঠিয়ে কার্যকরী করার কোন বিধান নেই আদালতে। তালাক দাতাকে স্বশরীরে পারিবারিক আদালতে হাজির হয়ে সাদা কাগজে লিখিত আবেদন পেশ করে ৩ মাস পর তালাক কার্যকরীর অর্ডার সীট গ্রহন আইন সংঘত। অন্যদিকে শিশু বয়সীদের বিষয়ে বলেন, ১৮ বছরের নীচে যেকোন বিবাহ বাল্য বিয়ে হিসেবে গন্য হবে যা দন্ডনীয় অপরাধ।