মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে বাঘাসুরা প্রিমিয়ার ক্রিকেট লীগ এর দ্বিতীয় আসর বিপিএল-২০১৪ এর নিলাম অনুষ্ঠান গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘাসুরা সড়ক বাজারে অনুষ্ঠিত হয়েছে।
বিপিএল এর উদ্যোক্তা ও আহ্বায়ক জিয়া উদ্দিন দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম এর পরিচালনায় নিলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বৃন্দাবন কলেজ হোস্টেল ছাত্রলীগ সভাপতি মুখলেসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক মন্ডলীর সভাপতি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন চৌধুরী অসীম দ্বিতীয়বারের মতো এ লীগ চালু হওয়ায় আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন- শরীর, মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা ছেলেদের সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখে।
নিলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ, দৈনিক দেশজমিন এর নির্বাহী সম্পাদক শাহ ফখরুজ্জামান, সৌদি আরব যুবলীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক ও মাধবপুর পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সাব্বির হাসান আকাশ। এ ছাড়াও বক্তব্য দেন- বাঘাসুরা ইউপি সদস্য আব্দুস শহীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার তারা মিয়া, বাঘাসুরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আনু মোহাম্মদ সুমন, দৈনিক মানবকন্ঠের মাধবপুর প্রতিনিধি এস এইচ উজ্জ্বল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির প্রতিনিধি তোফাজ্জল হোসেন।