প্রেস নিউজ ঃ জেড টি কিন্ডার গার্টেন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুল জব্বার তরফদার হজ্জ পালনের জন্য মক্কা গমন
শেখের গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও এ জেড টি কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ তরফদার স্বস্ত্রীকসহ পবিত্র হজ্জব্রত পালনের জন্য মক্কা গমন করছেন।
গত ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ সকাল ০৮০০ ঘটিকার সময় বাংলাদেশ এয়ারলাইনসের একটি প্লাইটে পবিত্র মক্কা নগরীতে পৌছেন। সময়ের সল্পতার কারনে তিনি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, গুনগাহী , ছাত্র/ছাত্রী ও রাজনৈতিক সহকর্মীদের সাথে দেখা সাক্ষাত করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন । আব্দুল ওয়াহেদ তরফদার যেন সুস্থ শরিরে ও সঠিকভাবে হজ্জ পালন করতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।