জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে সিনিয়র চোররা কৌশল পাল্টে জুনিয়র (শিশুদের) চোর কে দিয়ে চুরির ঘটনা ঘটাচ্ছে। শিশু চোররা সহজেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে প্রবেশ করে চুরি করছে।
এমনকি দরজা খোলে দিয়ে বড় চোরকে সাহায্য করছে। যদিও শিশুরা ধরা পড়ে, বড় চোররা ধরা পড়ে না। তাছাড়া পুলিশ বাধ্য হয়ে তাদেরকে আইনের মারপ্যাচে পড়ে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।
বৃহস্পতিবার ভোরে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকার মাহি ডেন্টাল ক্লিনিক থেকে ২ শিশু চোরকে আটক করেছে জনতা।
আটককৃতরা হল শহরের গরুর বাজার এলাকার বাবুল মিয়ার পুত্র রাজু (৮) ও ইদ্রিস মিয়ার পুত্র হৃদয় মিয়া (৭)। পরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বড় চোরদের সহযোগিতায় ওই দুই চোর গোপনে মাহি ডেন্টাল ক্লিনিকের ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেবার চেষ্টা করছিল। তখন বড় চোররা দোকানের পাশে পাহারায় ছিল। বিষয়টি ওই এলাকার পাহারাদার আচঁ করতে পেরে তাদেরকে ধাওয়া করলে বড় চোররা পালিয়ে যায়। এসময় ভেতরে থাকা দুই চোরকে আটক করে।
পুলিশ আরো জানায় শিশু চোরদের দিয়ে তারা বিভিন্ন বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্টানে সহজেই চুরি করাচ্ছে। তাদের ধরলেও আমরা আটক রাখতে পারছি না। আইনি মারপ্যাচে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে আটককৃত শিশু চোরদেরকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।