এআই লেমন নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ডোমার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে জুলফিকার আলী ভূট্টো(দৈনিক দিনকাল)কে সভাপতি, আসাদুজ্জামান হিলে¬াল(আমাদের অর্থনীতি)কে সাধারন সম্পাদক ও রবিউল হক রতন(বিকোশিত বাংলা)কে সাংগঠনিক সম্পাদক করে পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শাহিনুল ইসলাম বাবু (দৈনিক সংবাদ), সহ-সাধারন সম্পাদক আনিছুর রহমান মানিক (দৈনিক ৫২ আলো), কোষাধ্যক্ষ রওশন আলম পাপ্পু(দৈনিক ভোরের ডাক), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক রবিন ইসলাম রুবেল (দৈনিক যুগেরআলো), দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক (ফটো সাংবাদিক), সদস্য রফিকুল ইসলাম(সাপ্তাহিক নীলসাগর), আশরাফুল হক কাজল(এটিভি নিউজ), হরিদাস রায় (দৈনিক কালবেলা) ও বিবেক রঞ্জন সিংহ (সাপ্তাহিক নর্থবেঙ্গল নিউজ)। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ফোরামের সভাপতি এসএপ্রিন্স।
জুনায়েদ চৌধুরী জীবন,SG,26.12.14