হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥
মাধবপুর উপজেলার দূর্গানগর নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিজিবি রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আশরাফ উদ্দিনের নেতৃত্বে¡ বিজিবি টহলদল উপজেলার বহরা ইউনিয়নের দূর্গানগর গ্রামের খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।