হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের উজিরপুর ব্রীজের নিকট টেম্পু ও সিএনজির সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এর মধ্যে গর্ভবর্তী এক মহিলা অলৌকিকভাবে বেচেঁ গেছে।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের ইউনুস আলী তার গর্ভবর্তী স্ত্রী কুলসুমা (২৫) এর প্রসব বেদনা উঠলে একটি টেম্পু নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
উল্লেখিতস্থানে পৌছলে দুটি সিএনজি পাল্লা দিতে গিয়ে পেছন থেকে টেম্পুকে ধাক্কা দিলে টেম্পুটি উল্টে খাদে পড়ে যায়। গুরুদর আহতাবস্থায় কুলসুমার স্বামী, সোহেল মিয়া, ও বাছিত মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শিপা কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।