স্টাফ রিপোর্টারঃ মাধবপুর উপজেলা নোয়াপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য বৃন্দকে নিয়ে আইন শৃঙ্খলা পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায় গত কাল রবিবার সকালে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে নোয়াপাড়া বাজার ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা চুরি প্রতিরোধ কল্পে আইন-শৃঙ্কলা পরামর্শ সভায় নোয়াপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও ৬ বার নির্বাচিত স্বর্ণ পদক প্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান সৈয়দ আবু নাছিম মো: আলমগীর সভাপতিত্বে ও নোয়াপাড়া বাজার ব্যকস সাধারণ সম্পদ শ্যামল দেব এর পরিচালনায় নোয়াপাড়া এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি বর্গ ও বাজারের দুই শতাধিক ব্যবসায়ীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউপি আ;লীগ সহ-সভাপতি একে এম শহীদ উল্লাহ ইসহাক, আ;লীগ নেতা ফারুক মিয়া, কৃষক লীগ সভাপতি আব্দুর রহিম সর্দার, যুবলীগ সভাপতি কামাল হোসেন জিতু, লগুজ মিয়া মেম্বার, মেম্বার কদ্দুছ মিয়া, মেম্বার নুরুল হাসান তপু, কাউছার আহম্মেদ, নিপেন্দ্র দাস, গিয়াস উদ্দিন মাসুদ, সিয়েম মিয়া, মেম্বার সাফিয়া খাতুন, শ্যামলী রাণী দেব, মেম্বার হারিছ উদ্দিন লালু প্রমুখ।
বাজার ব্যকস সভাপতি ও চেয়ারম্যান সৈয়দ আবু নাছিম মো: আলমগীর বলেন, নোয়াপড়া বাজারের ভিতরে রাত ১২ টা পর কোন অপরিচিত লোক ঘুড়া পেড়া করতে পারবেনা অযথা ঘুড়া পেড়া করলে তাকে আটকিয়ে পুলিশের কাছে ধরিয়েদিন। প্রতেক দোকান ব্যবসায়ীরা দোকানের সামনে ও পেছনের দিকে বিদ্যুৎতের বাতি জালিয়ে রাখতে হবে। বাজারে ৪৫০ টি দোকান রয়েছে কিন্তু ৬ জন পাহারাদার স্থলে ১০ জন পাহারাদার রাখলে চুরি-ডাকাতি থেকে রক্ষা পাবে ব্যবসায়ীরা। এমনকি বাজরে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে একথা বলেন তিনি।