হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা শহরে দুপক্ষের লোকজনের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের চৌধুরী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বাজারে ঢাকা বিরানী হাউজে দুই যুবকের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক উভয়পক্ষের পরিচয় জানা যায়নি।
এঘটনায় চৌধুরী বাজার এলাকার দোকান পাঠ বন্ধ হয়ে গেছে। শহরের প্রধান সড়ক দিয়ে সকল যানবাহন বন্ধ রয়েছে।
এ রিপোর্ট লেখা পযন্ত রাত ৭টার দিকে উভয় পক্ষের লোকজন রাস্তায় দেখা গেছে।