সুনামগঞ্জ সংবাদদাতা : সড়ক দূর্ঘটনায় আহত সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক আল-হেলালকে দেখতে সুনামগঞ্জে সংপ্তি সফর করেছেন দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল বজ্রকন্ঠ ডটকম ও ডটনেট এর চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান মিজান। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা শহরের প্রাণকেন্দ্র মোক্তারপাড়াস্থ জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে ওপারেশনের পর বেডরেস্টে থাকা সাংবাদিক শিল্পী আল-হেলালের সাথে তিনি এক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় পদপে মানবিক উন্নয়ন কেন্দ্র এর এরিয়া ম্যানাজার মোঃ মুজিবুল হক আকন্দ,বজ্রকণ্ঠের অনলাইন এডিটর, ও সুনামগঞ্জ.নেট এর ব্যবস্থাপনা সম্পাদক,জুনায়েদ চৌধুরী জীবন,বজ্রকন্ঠ ডটকম এর জেলা প্রতিনিধি মাওলানা এমদাদুল হক, শিক মোঃ উস্তার আলী,বিএনপি নেতা জাকিরুল ইসলাম তপু ও শফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
সাাৎকালে সাংবাদিক শিল্পী আল-হেলাল রচিত অপারেশন পরবর্তী গান “নতুন একটা জীবন এনে দে,ও ডাক্তার ভাই/নতুন একটা জীবন এনে দে।। ঘটে কত দূর্ঘটনা,ল্যাংরা লোলা বোবা কানা/ সেবা নিতে চায় সবজনা,বাস্তবে তা নিশ্চিত করে দে।। স্বল্পমূল্যের হিস্টাসিন,লাগলে অধিক মূল্যের ঔষধ দিন/ দরকার হয় ওটিতে নিন,অপারেশন জলদি করে দে।। দান দোয়া তদবীরে,মুশকিল আহসান করেন পরোয়ারে/ নবীর প্রেমে দরুদ পড়ে,উসিলা করে দে।। বলে বাউল আল-হেলাল,ছিলাম ওমেক হাসপাতাল/ স্বাস্থ্য সেবায় সবে বহাল,বিশ্বসভায় প্রচার করে দে” এর প্রশংসা করেন। তিনি বলেন,গানের সম্রাট বাউল কামাল পাশা বিরচিত কালজয়ী বিখ্যাত মরমী গান “সাজিয়ে গুজিয়ে আমায় দে,স্বজনীগো সাজিয়ে গুজিয়ে আমায় দে”এর সুরের অনুসরনে উপরোক্ত স্বরচিত গানটির মাধ্যমে আরেকটি নতুন জীবনের প্রত্যাশা করে হাসপাতালের অপারেশন থিয়েটারে গিয়ে জীবনের গান গাওয়ার পাশাপাশি আল-হেলাল হারিয়ে যাওয়া মরমী কবি কামাল পাশার গানের কথা ও সুরকে নতুনরুপে প্রকাশ করে মরমী সাহিত্যকেও সমৃদ্ধ করেছেন।
জানা যায়,মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত দৈনিক আলোকিত বাংলাদেশ’ ও দৈনিক কাজির বাজার পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আল-হেলালের ডান পায়ে ইতিমধ্যে সফল অস্ত্রে“াপচার হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডের পেয়িং-৪ বেডে চিকিৎসাধীন ছিলেন তিনি। ৩রা ডিসেম্বর বুধবার সকাল ১০টা হতে ৫টা পর্যন্ত দীর্ঘ ৭ ঘন্টার ব্যবধানে তার ডান পায়ে সফল অস্ত্রে“াপচার করা হয়। অপারেশনে অংশ নেন অর্থপেডিক সার্জারী ইউনিট-১ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আওলাদ হোসেন,সার্জারী ইউনিট-২ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ লুৎফুর রহমান, অধ্যাপক ডাঃ নুর উদ্দিন আহমদ,অধ্যাপক ডাঃ শংকর কুমার রায়,ডাঃ রাহিন,ডাঃ প্রবাল,ডাঃ খালিদ আহমেদ জায়গীরদার,ডাঃ শারমিন,ডাঃ আল্পন, ব্রাদার সোহেল আহমদ ও সিরাজুল ইসলাম সিরাজসহ সংশিষ্ট চিকিৎসকরা। পরে ৭ ডিসেম্বর রবিবার রাতে হাসপাতাল বেডে গিয়ে আহত জেলা সংবাদদাতার চিকিৎসার খোজখবর নেন দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক আফছর উদ্দিন,নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী,স্টাফ রিপোর্টার রেজা রুবেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। রোটারিয়ান আফছর উদ্দিন তার বিশ্বস্থ সংবাদকর্মীর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য সাধ্যমতো আর্থিক অনুদান প্রদান করেন। এর আগে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে হাসপাতাল বেডে গিয়ে আহত আল-হেলাল এর চিকিৎসার খোজখবর নেয়ার পাশাপাশি তার অপারেশনের ব্যবস্থা করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুস সবুর।
উলেখ্য,গত ৩ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে সিলেট-ছাতক হয়ে জেলা সদরে ফেরার পথে দণি সুনামগঞ্জ উপজেলার সদরপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন সাংবাদিক আল-হেলাল। এ ঘটনায় তার ডান পায়ের হাটুর নিচে হাড় ভেঙ্গে চার টুকরো হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অর্থাভাবে চিকিৎসাসেবা নিতে না পারায় তার কর্মস্থল শহরের মোক্তারপাড়াস্থ জেলা জাতীয় মহিলা সংস্থা অফিসের স্টোর রুমে শয্যাশায়ী অবস্থায় মানবেতর মুহুর্ত অতিক্রম করেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জেলা প্রশাসনসহ সমাজের সুহৃদয়বান ব্যক্তিবর্গরা তাকে চিকিৎসার জন্য অনুদান প্রদান করেন। সৈয়দ আখতারুজ্জামান মিজান আল-হেলালকে আর্থিক অনুদান প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোর পাশাপাশি অপারেশন পরবর্তী চিকিৎসা ব্যয় নির্বাহে আল-হেলালকে সহযোগীতা প্রদানের জন্য সিলেট ও সুনামগঞ্জের প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি সুনামগঞ্জ ডটনেট নামে নতুন ওয়েব পোর্টাল এর সম্পাদনা কার্যক্রম পরিচালনার জন্য আল-হেলাল ও মাওলানা এমদাদুল হক কে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব প্রদান করেন।