বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ে কেককাটার মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠা পালন করা হয়। বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক নুরুন নাহার ইয়াছমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি’র সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, আব্বাস আলী চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।