নিজস্ব প্রতিনিধি ঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উবাহাটা গ্রামের শায়েস্তাগঞ্জ গোল চত্বরের পাশ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় এক ব্যক্তি ও একটি জলপাই রঙয়ের জিপ গাড়ি আটক করা হয়েছে। আটক গাঁজার পাইকারি মূল্য ৫ লাখ বলে টাকা বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার(৮সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।
শ্রীমঙ্গল র্যাব ক্যাম্প কার্যালয়ে বুধবার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা জানান, রাত সাড়ে ১১টায় জেলার চুনারুঘাটের উবাহাটা শায়েস্তাগঞ্জ গোল চত্বরের সামনে থেকে জলপাই রঙয়ের জিপগাড়িটি আটক করা হয়।
কাজী মনিরুজ্জামান জানান, এরপর গাড়িতে তল্লাশি করে আহমেদ শওকতকে (৩৪) আটক করা হয়। আহমেদ শওকত মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুরা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
মাদক ব্যবসায় ব্যবহৃত জিপটি কূটনীতিকরা ব্যবহার করেন বলে র্যাব জানায়।
আটক আহমেদ শওকতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এএসপি।