ওইদিন সকালে সিলেট থেকে মেয়র আরিফের ঘনিষ্ট কয়েকজন জ্যেষ্ট আইনজীবী এবং প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকদের একটি বহরও হবিগঞ্জ যাবে।
পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে থাকলে এদিন যেকোনো সময় মেয়র আরিফ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করবেন।
সূত্রমতে, হবিগঞ্জ আদালতের অধিকাংশ আইনজীবীই মেয়র আরিফের পক্ষে আদালতে দাঁড়াবেন। তাদের সঙ্গে থাকবেন সিলেটের কয়েকজন আইনজীবী। সব মিলিয়ে মেয়র আরিফের পক্ষে আদালতে দুই শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেয়ার কথা।
উল্লেখ্য, হবিগঞ্জের আদালতে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিট দাখিলের পর থেকে আতœগোপনে রয়েছেন আলোচিত এ মামলার চার্জশিটভূক্ত অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
গত রোববার আদালতে কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র গৃহীত হয়। এর অভিযোগপত্র গৃহীত হওয়ার পর অভিযুক্ত ৩৫জনের মধ্যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধূরীসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।