মাধবপুর থেকে সংবাদদাতা॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকা থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, সোমবার ভোররাতে বিজিবি মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক ছায়েদুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রামের ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।