বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে পূর্ব ক্ষিরোধের জের ধরে এক ব্যক্তিকে রাম্দা দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার রাত সাড়ে ৯টারদিকে শিবপাশা মুন্সী বাজারের কাছে ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, বাহুবল সিএনজি মালিক সমিতির সেক্রেটারী ও চকহাবিজপুর গ্রামের মৃত হাতিম উল্লার পুত্র সফর আলী (৪০) নন্দনপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌছামাত্র পূর্ব থেকে ওত পেতে বাবনাকান্দি গ্রামের ইউনুছ, জাহির, ফজল, ফিরোজ, ছুরত, কাজল ও মকছুদসহ ৮/৯ জনের একটি লাঠিয়াল দল চলন্ত মোটরসাইকেলে উপর্যুপরি লাঠি দিয়ে আঘাত করলে সাইকেলটি পড়ে যায়। এসময় সফর আলীকে ঝাপটে ধরে বাজারের একটি টয়লেটের কাছে নিয়ে মাথায় রামদা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালায় হামলাকারীরা।
এসময় হামলাকারীদেরই কয়েকজনের বাধায় হত্যা থেকে রেহাই পান সফর আলী। তার শোর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ গিয়ে আহত সফর আলীকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করেন। একটি সিএনজি নিয়ে সফর আলীর সাথে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল বলে আহত ও তার লোকজন জানায়।
রাত দেড়টা এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় বাহুবল থানায় মামলার প্রস্তুতি চলছিল।