মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার খাস্টি নদীর আদাঐর বিলে নৌকায় বিদ্যুতায়িত হয়ে দুই জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পিতা-পুত্রসহ আরো ৪ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সেলিম মিয়া (২৮) ও টিটু মিয়ার (২৬) সন্ধানে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল বিকেলে নদী ও বিলে অনুসন্ধান শুরু চালায়।
মাধবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আক্তারুল ইসলাম জানান, উপজেলার আদাঐর গ্রামের বজলু মিয়ার ছেলে সেলিম মিয়া ও তাহের মিয়ার ছেলে টিটু মিয়া নাসিরনগর উপজেলার রুস্তমপুর গ্রাম থেকে গাছ কিনে নৌকাযোগে মাধবপুর বাজারে ‘স’ মিলে যাচ্ছিল।
তারা খাস্টি নদীর ওপর দিয়ে যাওয়ার সময় ৩৩০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে সেলিম মিয়া ও টিটু মিয়া নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন রুস্তমপুর গ্রামের মৃত ফটল আলীর লেলে সুজন মিয়া (৫০) ও তার পুত্র সাইফুল ইসলামকে (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। আহত অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নৌকায় থাকা স্বপন ঘোষ জানান, বিদ্যুতায়িত হয়ে নৌকা উল্টে গেলে মুহূর্তের মধ্যেই সেলিম ও টিটু নদীতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের সন্ধান চালায়।
বিকেল ৪টায় সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে।