মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে জিয়া উদ্দিন জেরু (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।
শনিবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুধ মিয়া (৪০), রুবী আক্তার (৩৫), স্বপন (২৮), সালাউদ্দিন (৩৫), আব্দুস সালাম (৩৪), জসিম মিয়া (৩৪), লিপি আক্তার (১৭), নাদিম মিয়া (৯) ও নাঈমকে (১৩) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কালিকাপুর গ্রামে জিয়া উদ্দিন জেরুর সঙ্গে একই গ্রামের সাইফুদ্দিন শিপনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জিয়া উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এর আগে, ২০১০ সালে একই জমি নিয়ে বিরোধে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।