নিজস্ব প্রতিনিধ,হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজার থেকে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গেফতারকৃত ডাকাত সদর উপজেলার সুঘর গ্রামের আমজাদ আলীর পুত্র শাহীন মিয়া (৪৫)।
পুলিশ জানায়, শাহীনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট,প্রতারণাসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে কোনো কোনো মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও রয়েছে।
অপরদিকে শুক্রবার রাত ৯টার দিকে সদর থানার সামনে থাকা সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি অটোরিকসা ছিনতাইকালে রহিম (২৫) নামে এক ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।
সে শহরের পশ্চিম উমেদনগরের মোঃ নুরুল ইসলামের পুত্র।