নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে স্কুল ছাত্রীকে লাঞ্ছিতকারী বখাটে রুহুল আমিন রাহুল (১৫) কে আটক করে থানায় দিয়েছে জনতা।সারা রাত আভিযান চালালেও তাকে আটক করতে পারেনি পুলিশ।
শুক্রবার বেলা ১টায় সদর উপজেলার রিচি গ্রাম থেকে জনতা তাকে আটক করা হয়।
উল্লেখ্য,গত ২৬ আগষ্ট প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে চর-থাপ্পর মেরেছে রুহুল আমিন রাহুল (১৫) নামে এক বখাটে।এদিকে, মেয়েটিকে চর-থাপ্পর মারার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার বড়ররইউরি গ্রামের ফজল মিতার পুএ বর্তমানে সে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার এতিমখানা সড়কের মোবারক হোসেন নামে এক ব্যক্তির ভাগ্নে রুহুল আমিন রাহুল কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দিলে মেয়েটি (১৪) তা প্রত্যাখ্যান করে। এতে সাড়া না পেয়ে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (জুনিয়র স্কুল) নবম শ্রেণির ছাত্র রাহুল মেয়েটিকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো।
বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে মেয়েটির এক নিকটাত্মীয় রাহুলকে চর-থাপ্পর মারেন।এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয় ছুটির পর বাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে চর-থাপ্পর মারে বখাটে রাহুল। এসময় রাহুল মেয়েটির যে স্বজন তাকে পিটিয়েছেন তার হাত-পা কেটে ছাত্রীটির কাছে পাঠানোর হুমকি দেয়।
এদিকে, এ ঘটনার ভিডিও চিত্র ১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়ে।এ ঘটনায় সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে।এবং আটককৃত রুহুল সাংবাদিকদের জানায়,সে ইন্টারনেট এ ভিডিও দেয়নি।শহরের উমেদনগর এলাকার শান্ত, সুলতান মাহমুদপুর এলাকার রিদয় ইন্টারনেট এ তা দিয়েছে।তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।