বরিশাল : দাফনের ৪ দিন পর কবর থেকে আব্দুল জলিল সিকদার নামে এক বৃদ্ধের লাশের হাত বের করে টিপসই নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশাল মহানগরীর দক্ষিণ আলেকান্দা সিকদারপাড়া এলাকার। মঙ্গলবার গভীররাতে এ ঘটনাটি ঘটেছে।
জলিল সিকদারের নাতী আব্দুর রহমান ইমন জানান, গত ২১ ডিসেম্বর ভোরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার নানা মারা যায়। জানাজা শেষে ওই দিনই পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের পর কবরের উপর একটি লাইট জ্বালিয়ে রাখা হয়। আজ সকালে তারা দেখতে পান কবর খোড়া। এরপর মাটি সরিয়ে দেখতে পান কবরের দেয়া বাঁশগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে। লাশ পেচিয়ে রাখা হোগলা কাটা এবং কাফনের কাপড় সরানো। দুই পায়ের দুই বুড়ো আঙ্গুল বাধা ছিল তা খোলা। তাদের ধারণা জমিজমা নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষ মঙ্গলবার রাতের যে কোন এক সময় দলিলপত্রে তার নানার হাতের টিপসই নিয়ে তড়িঘড়ি করে মাটিচাপা দিয়ে সঁটকে পড়েছে।
বিষয়টি তারা স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান আবির ও কামরুন্নাহার রোজিকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কাউন্সিলরবৃন্দ। কোতোয়ালী মডেল থানা পুলিশের ওসি সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি তাদেরকে অবহিত করা হয়নি। তিনি কিছুই জানেন না।