বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে লিয়ন ফার্মার এক সেলস অফিসারকে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তার নাম সামছুল আলম (৩২)। সে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার আব্দুল বারীর পুত্র। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় হিমিদপুর এলাকা থেকে পুলিশ আটক করেছে।
থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
থানার এসআই সুমন চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদে সামছুল আলমকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে মামলা হবে বলে তিনি জানান।