দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : আপনার একটু সহানুভুতি পেলে বেঁচে যেতে পারেন কর্মট ধর্মপরায়ন আঃ রাজ্জাক। গত বুধবার তাহাজ্জুদের নামাজ আদায় করে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি বর্তবানে বাংলাদেশ হসপিটাল(উত্তরায়)চিকিৎসাধীন রয়েছেন।
গত কয়েক দিনের চিকিৎসার খরচ চালাতে তাঁর সর্বস্ব শেষ হয়ে গেছে।ডাক্তাররা জানিয়েছেন, আরো একমাস চিকিৎসা চালিয়ে গেলে তাঁর সুস্থ হবার সম্ভাবনা রয়েছে।
তাই তাঁর অসাহায় পিতা আঃ কুদ্দুস সমাজের বিত্তবানদের কাছে হাত বাড়িয়েছেন হৃদয়বানদের সহযোগীতা পেলে ফিরে পেতে পারেন অসহায় পিতা তাঁর সন্তানকে,অসহায় স্ত্রী তাঁর স্বামীকে অবুঝ শিশু তার বাবাকে।
বিস্তারিত জানতে ০১৭৭৮৬১৫১৫৩ তৌফিক অনুযায়ী বিকাশ করতে ০১৭২৫৬৮৩৯৬৩ (সহোদর)।