একজন”মা”কে প্রশ্ন
করা হলো ,”যদি আপনার পায়ের নিচ
থেকে জান্নাত
সরিয়ে নেয়া হয় এবং এর
বদলে আল্লাহ
থেকে অন্য কিছু চাইতে বলা হয়
তাহলে আপনি আপনার সন্তানের জন্য
কি চাইবেন?”
”মা”জবাব দিল” আমি আল্লাহর
কাছে আমার সন্তানদের নসিব নিজ
হাতে লেখার অধিকার চাইব.. কারন
আমার কাছে আমার সন্তানদের খুশি ও
নাজাতের সামনে জান্নাত অনেক ছোট”
ও ”মা” তোমার এ ইচ্ছা কে সালাম,
হে আল্লাহ ,আমার ও সবার
মা কে সবসময়
হেফাজতে রেখো,তারা যেমন
আমাদেরকে ভালোবাসেন
তেমনি আমরাও
যেন তাদেরকে ভালোবাসতে পারি ও
আমাদের দ্বারা যেন কোন কষ্ট না পায়
সে তৌফিক দান করো।
`মা`
কে সবসময়
হেফাজত এ রেখো,
( আমিন……)
পোস্ট শেয়ারের অনুরোধ থাকলো।।
(দৈনিক শায়েস্তাগঞ্জ)