হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বাহুবলে মৎস্য অধিদপ্তরের রাজস্ব কর্মসূচির আওতায় নদী-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কবিরপুর গ্রামের নিকটবর্তী ব্রীজের নিকট করাঙ্গী নদীতে আনুষ্ঠানিক মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসাইন, ক্ষেত্র সহকারী শরীফ উদ্দিন, তথ্য সংগ্রহ কারী আবু তালেব ও আবু তাহের প্রমুখ।
এ কর্মসূচির আওতায় নদী-জলাশয়ের বিভিন্ন পয়েন্টে ৪৮৭ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।
একই দিন বেলা সাড়ে ১২টায় উপজেলার সাতকাপন ইউনিয়নে হাওর অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় হাওর ও সমাজভিত্তিক দল (সিবিও) ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সাতকাপন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রেজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সহকারী মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে করাঙ্গী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ কারেন্টজাল আটক করে পুড়িয়ে ফেলা হয়।