হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার গোয়াল নগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু‘পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
বুধবার সকালে এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মোহন ভাসি দাসের পুত্র বিশ্বজিত দাসের সাথে প্রতিবেশী বিশু দাসের জমি জমা নিয়ে বিরোধ চলছিল।
এর জের ধরে বুধবার ওই সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
গুরুতর আহতাবস্থায় বিশ্বজিত দাস (৩২), তার স্ত্রী সঞ্চিতা দাস (২৫) ও শ্রীনন্দ দাস (৪৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।